উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আবরার রাকিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য এখন পর্যন্ত প্রচুর টাকা ব্যয় হয়েছে। তার চিকিৎসার জন্য আরও অনেক টাকা প্রয়োজন যা তার অভিভাবকদের পক্ষে বহন করা অসম্ভব।
এই অবস্থায় রাকিনের পাশে এগিয়ে এসেছে তার বন্ধু-সহপাঠি এবং স্কুলের ভাই-বোনেরা। তারা ৩০শে মে Film Show for Saving a Life নামে আয়োজন করতে যাচ্ছে একটি ফিল্ম শো। যেখানে দেখানো হবে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ এবং অ্যানিমেশন ছবি ‘Rio’। শো হবে ৩০শে মে সকাল ১১টা ৩০ থেকে ২টা পর্যন্ত।
প্রাথমিক ভাবে টিকিটের মুল্য ধার্য করা হয়েছে ৫০/৭০ টাকা।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাকিনের পাশে দাঁড়াতে ৩০ শে মে চলে আসুন রাজধানীর ফুলার রোডে অবস্থিত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
এছাড়া রাকিনের বাবার একাউন্টে সরাসরি সাহায্য পাঠাতে পারেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ-
ব্যাংক নাম- সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা
একাউন্ট নাম্বারঃ ৩৪২৪৫৫২১